ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব দুদকে গেলেন কেন?

Reporter Name

ঢাকাঃ

দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনে (দুদক) গিয়েছিলেন।

রোববার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে যান তিনি।

দুদকে কিছুক্ষণ থাকার পর আবার বেরিয়ে যান সাকিব। এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

২০১৮ সাল থেকে দুদকের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন সাকিব আল হাসান।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সাকিবকে নিয়ে যে ঘটনা ঘটেছে সেটি দুঃখজনক। একইসঙ্গে সাকিব যে ভুল স্বীকার করেছেন তার মাধ্যমে সে উচ্চ নৈতিকতার পরিচয় দিয়েছেন। দুর্নীতিবিরোধী কার্যক্রমে আমরা সামনেও সাকিবকে চাইব। আমরা আশা করছি, সাকিব আগের মতোই আমাদের পাশে থাকবেন।’

দুদকের একাধিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সাকিবকে পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। পরে পাঁচতলায় দুদক চেয়ারম্যানের কক্ষে তিনি ৩০ মিনিটের মত অবস্থান করে বেরিয়ে যান।

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন করায় সাকিব আল হাসানকে গত ২৯ অক্টোবর দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি, যার মধ্যে এক বছরের শাস্তি দোষ স্বীকার করায় স্থগিত থাকবে।

এই শাস্তির ফলে আপাতত ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে মাঠে নামতে পারবেন না বাংলাদেশের এই অলরাউন্ডার। এর অর্থ হল, আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না সাকিব।

About Author Information
আপডেট সময় : ০৮:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
৩৭৫ Time View

সাকিব দুদকে গেলেন কেন?

আপডেট সময় : ০৮:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯

ঢাকাঃ

দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনে (দুদক) গিয়েছিলেন।

রোববার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে যান তিনি।

দুদকে কিছুক্ষণ থাকার পর আবার বেরিয়ে যান সাকিব। এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

২০১৮ সাল থেকে দুদকের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন সাকিব আল হাসান।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সাকিবকে নিয়ে যে ঘটনা ঘটেছে সেটি দুঃখজনক। একইসঙ্গে সাকিব যে ভুল স্বীকার করেছেন তার মাধ্যমে সে উচ্চ নৈতিকতার পরিচয় দিয়েছেন। দুর্নীতিবিরোধী কার্যক্রমে আমরা সামনেও সাকিবকে চাইব। আমরা আশা করছি, সাকিব আগের মতোই আমাদের পাশে থাকবেন।’

দুদকের একাধিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সাকিবকে পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। পরে পাঁচতলায় দুদক চেয়ারম্যানের কক্ষে তিনি ৩০ মিনিটের মত অবস্থান করে বেরিয়ে যান।

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন করায় সাকিব আল হাসানকে গত ২৯ অক্টোবর দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি, যার মধ্যে এক বছরের শাস্তি দোষ স্বীকার করায় স্থগিত থাকবে।

এই শাস্তির ফলে আপাতত ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে মাঠে নামতে পারবেন না বাংলাদেশের এই অলরাউন্ডার। এর অর্থ হল, আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না সাকিব।