ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় কৃষককে পিটিয়ে হত্যা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে।

 

সাতক্ষীরায় ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) বেলা দেড়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের নাম মো. আনারুল ইসলাম (৪৭)। তিনি সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত আমির আলী ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের সুরেশ পাল ওরফে সুরেশ খোড়ার ছেলে লক্ষণ পাল (৫০) ও তার স্ত্রী নমিতা পাল (৪০)।

পুলিশ ও স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কৃষক আনারুল ইসলাম স্যালো মালিক লক্ষণ পালের স্যালো মেশিন থেকে পানি নিয়ে ধুলিহর সানাপাড়া এলাকায় ৮ কাঠা জমিতে বোরো ধান চাষ করেছেন। ২/৩ দিন আগে থেকে তার জমিতে পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়। বুধবার বেলা ১টার দিকে আনারুল ইসলাম জমিতে গিয়ে লক্ষণ পালের কাছে তার জমিতে পানি দেয়া বন্ধ করেছে কেন জানতে চায়। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে লক্ষণ পাল তার হাতে থাকা কাচি দিয়ে আনারুল ইসলামের বাম চোখে আঘাত করে। একই সাথে লক্ষণ পাল, তার ছেলে জয় পাল ও স্ত্রী নমিতা পাল মিলে ইসলামকে বেদম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ লক্ষণ পাল ও তার স্ত্রী নমিতা পালকে গ্রেপ্তার করেছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য লক্ষণপাল ও তার স্ত্রী নমিতা পালকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

সাতক্ষীরায় কৃষককে পিটিয়ে হত্যা

Update Time : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

 

সাতক্ষীরায় ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) বেলা দেড়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের নাম মো. আনারুল ইসলাম (৪৭)। তিনি সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত আমির আলী ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের সুরেশ পাল ওরফে সুরেশ খোড়ার ছেলে লক্ষণ পাল (৫০) ও তার স্ত্রী নমিতা পাল (৪০)।

পুলিশ ও স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কৃষক আনারুল ইসলাম স্যালো মালিক লক্ষণ পালের স্যালো মেশিন থেকে পানি নিয়ে ধুলিহর সানাপাড়া এলাকায় ৮ কাঠা জমিতে বোরো ধান চাষ করেছেন। ২/৩ দিন আগে থেকে তার জমিতে পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়। বুধবার বেলা ১টার দিকে আনারুল ইসলাম জমিতে গিয়ে লক্ষণ পালের কাছে তার জমিতে পানি দেয়া বন্ধ করেছে কেন জানতে চায়। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে লক্ষণ পাল তার হাতে থাকা কাচি দিয়ে আনারুল ইসলামের বাম চোখে আঘাত করে। একই সাথে লক্ষণ পাল, তার ছেলে জয় পাল ও স্ত্রী নমিতা পাল মিলে ইসলামকে বেদম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ লক্ষণ পাল ও তার স্ত্রী নমিতা পালকে গ্রেপ্তার করেছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য লক্ষণপাল ও তার স্ত্রী নমিতা পালকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সবুজদেশ/এসইউ