সাতক্ষীরার আশাশুনিতে ট্রলির ধাক্কায় মেহেদী হাসান হৃদয় (১৮) নামে মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে আশাশুনির বুধহাটা বাজারের গাজী ট্রেডার্সের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে এই ঘটনা ঘটে।
নিহত মটরসাইকেল চালক কিশোর মেহেদী হাসান হৃদয় সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। হৃদয় বুধহাটা বাজারে মোবাইল এক্সেসরিজের ব্যবসা করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হৃদয় মোটর সাইকেল চালিয়ে সকালে বেউলা গ্রামের বাড়ি থেকে বুধহাটা বাজারে আসছিল। পতিমধ্যে সকাল ৯টার দিকে বুধহাটা বাজারের গাজী ট্রেডার্সের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ইট বোঝাই ট্রলির সাথে তার মটর সাইকেলে ধাক্কা লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এত মাথায় গুরুতর আঘাত পায় সে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সবুজদেশ/এসইউ