ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ২১০ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় ঢাকাগামী পরিবহন এর চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের অদূরে বাকাল কোন ডাক্তারের কাছে এই ঘটনা ঘটে।

নিহতের নাম শাহানূর রহমান সাগর (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামের মৃত ইনসাফ আলী সরদারের ছেলে।

পুলিশ জানায়, সাগর সন্ধায় তার এক বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের অদূরে বাঁকাল কোল্ডস্টোরেজে কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি গাড়ি তাদেরকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান সাগর। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হতে থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনা নেয়ার পথে রাত আটটার দিকে পাটকেলঘাটা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয়

সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১

সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় ঢাকাগামী পরিবহন এর চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের অদূরে বাকাল কোন ডাক্তারের কাছে এই ঘটনা ঘটে।

নিহতের নাম শাহানূর রহমান সাগর (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামের মৃত ইনসাফ আলী সরদারের ছেলে।

পুলিশ জানায়, সাগর সন্ধায় তার এক বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের অদূরে বাঁকাল কোল্ডস্টোরেজে কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি গাড়ি তাদেরকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান সাগর। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হতে থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনা নেয়ার পথে রাত আটটার দিকে পাটকেলঘাটা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।