ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতে পাচারকালে দুটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) বেল সাড়ে ১২ টার দিকে শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

অটক স্বর্ণ চোরাকারবারির নাম মোঃ তজিবুর রহমান (৪৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সাতানী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ তলুইগাছা বিওপি’র একটি টহলদল দুপুরে সেখানে গোপনে অবস্থান নেয়। এসময় বেলা সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা শহর হতে ভাদিয়ালী সীমান্তে গমনকালে মোটরসাইকেল চালক তজিবুর রহমানকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার কোমরের বাম পার্শ্বে প্যান্টের সাথে কালো কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৪০ গ্রাম ৮১০ মিলিগ্রাম। যার মূল্য ৬৪ লক্ষ ৬৫ হাজার ৩৮৪ টাকা।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছে বিজিবি।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৪:২৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৭ Time View

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আপডেট সময় : ০৪:২৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

 

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতে পাচারকালে দুটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) বেল সাড়ে ১২ টার দিকে শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

অটক স্বর্ণ চোরাকারবারির নাম মোঃ তজিবুর রহমান (৪৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সাতানী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ তলুইগাছা বিওপি’র একটি টহলদল দুপুরে সেখানে গোপনে অবস্থান নেয়। এসময় বেলা সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা শহর হতে ভাদিয়ালী সীমান্তে গমনকালে মোটরসাইকেল চালক তজিবুর রহমানকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার কোমরের বাম পার্শ্বে প্যান্টের সাথে কালো কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৪০ গ্রাম ৮১০ মিলিগ্রাম। যার মূল্য ৬৪ লক্ষ ৬৫ হাজার ৩৮৪ টাকা।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছে বিজিবি।

সবুজদেশ/এসইউ