সাতক্ষীরায় অসহায়দের চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী যশোর সেনানিবাসের তত্ববাধনে এ মেডিকেল ক্যাপ করা হয়।
সেমাবার সকাল ১০ টায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে কর্ণেল ডা: ফারহানার নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক দল দিন ব্যাপি এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সেনাবাহিনীর মেডিকেল অফিসার মেজর মশিউর, মেজর আহসান, মেজর সেবার, মেজর ক্যাপ্টেন মাহমুদা, ক্যাপ্টেন নওরীন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মিঠুন বিশ^াস, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্প গঠণ ও ব্যবস্থপনার দাযিত্ব পালন করেন ক্যাপ্টেন সাকিব। চিকিৎসা সেবা প্রদানকালে বিভিন্ন রোগাক্রান্ত অসহায় মানুষের মাঝে বিনামুল্যে ৫২ প্রকার ঔষধ সরবরাহ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষ সেনাবাহিনীর এ চিকিৎসা সেবা গ্রহন করেন।