সাতক্ষীরাঃ
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দু’জন মহিলা ও দু’জন পুরুষ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে মোট করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন আছেন ৫৪৯ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু ৪৮ জন ও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২৩৯ জন।
বৃহস্পতিবার ৯৫ জনের করোনা টেষ্ট করে ৪৮ জনের পজিটিভ এসেছে। যার আক্রান্তের হার ৫০ দশমিক ৫৩ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২,১৪৫জন। লকডাউনের ৬ দিন সকাল পর্যন্ত জেলার ৭টি উপজেলার বিভিন্ন স্থানে ৫৮টি অভিযানে ২৯২টি মামলায় ২ লাখ ১৩ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলাব্যাপি করোনার উর্দ্ধমুখি সংক্রমন অব্যাহত থাকার প্রেক্ষাপটে আজ দুপুরে জেলা করোনা কমিটির জরুরি ভার্চুয়াল সভা আহবান করা হয়েছে।
সভায় সাতক্ষীরা জেলায় দ্বিতীয়দফায় আরো ৭ দিনের লকডাউনের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।