ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ইয়াসের প্রভাবে লোকালয় প্লাবিত

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ২০৪ বার পড়া হয়েছে।

সাতক্ষীরাঃ

সাতক্ষীরার শ্যামনগর উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ-নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয় প্লাবিত হচ্ছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এলাকাবাসী।

ভরা পূর্ণিমার সঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শ্যামনগর উপকূলে নদ-নদীতে ৪ ফুট পর্যন্ত পানি বেড়েছে। নদ-নদী রয়েছে উত্তাল। 

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উপজেলার গাবুরার নেবুবুনিয়া, পদ্মপুকুরের কামালকাটি, বুড়িগোয়ালিনীর দাতিনাখালী ও দুর্গাবাটিসহ উপকূলীয় এলাকার আরও কয়েকটি পয়েন্টে বেড়িবাঁধ ছাপিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়েছে।

জরাজীর্ণ বেড়িবাঁধে মঙ্গলবার (২৫ মে) থেকে উত্তাল নদ-নদীর ঢেউ আছড়ে পড়ে এখন কঙ্কালসার হয়ে কোনো মতে টিকিয়ে রেখেছে উপকূলবাসীকে।

বুধবার (২৬ মে) সকাল থেকে স্থানীয়রা কঙ্কালসার বেড়িবাঁধ কোনোমতে মাটি দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করলেও দুপুরে জোয়ারে তা সরে যাচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোর থেকেই সুন্দরবন সংলগ্ন নদ-নদী ভাটার সময়ও উত্তাল ছিলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও উত্তাল হয়ে ওঠে। 

এছাড়া সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ইতোমধ্যে স্থানীয়রা ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়েছেন। উপকূলীয় এলাকায় কোস্টগার্ডকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকতে দেখা গেছে। 

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এসও মাসুদ রানা জানান, তাদের সব কর্মকর্তা এখন উপকূলীয় এলাকায় অবস্থান করছেন। বেড়িবাঁধ টিকিয়ে রেখে ক্ষয়ক্ষতি কমাতে চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

সাতক্ষীরায় ইয়াসের প্রভাবে লোকালয় প্লাবিত

Update Time : ১০:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

সাতক্ষীরাঃ

সাতক্ষীরার শ্যামনগর উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ-নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয় প্লাবিত হচ্ছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এলাকাবাসী।

ভরা পূর্ণিমার সঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শ্যামনগর উপকূলে নদ-নদীতে ৪ ফুট পর্যন্ত পানি বেড়েছে। নদ-নদী রয়েছে উত্তাল। 

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উপজেলার গাবুরার নেবুবুনিয়া, পদ্মপুকুরের কামালকাটি, বুড়িগোয়ালিনীর দাতিনাখালী ও দুর্গাবাটিসহ উপকূলীয় এলাকার আরও কয়েকটি পয়েন্টে বেড়িবাঁধ ছাপিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়েছে।

জরাজীর্ণ বেড়িবাঁধে মঙ্গলবার (২৫ মে) থেকে উত্তাল নদ-নদীর ঢেউ আছড়ে পড়ে এখন কঙ্কালসার হয়ে কোনো মতে টিকিয়ে রেখেছে উপকূলবাসীকে।

বুধবার (২৬ মে) সকাল থেকে স্থানীয়রা কঙ্কালসার বেড়িবাঁধ কোনোমতে মাটি দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করলেও দুপুরে জোয়ারে তা সরে যাচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোর থেকেই সুন্দরবন সংলগ্ন নদ-নদী ভাটার সময়ও উত্তাল ছিলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও উত্তাল হয়ে ওঠে। 

এছাড়া সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ইতোমধ্যে স্থানীয়রা ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়েছেন। উপকূলীয় এলাকায় কোস্টগার্ডকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকতে দেখা গেছে। 

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এসও মাসুদ রানা জানান, তাদের সব কর্মকর্তা এখন উপকূলীয় এলাকায় অবস্থান করছেন। বেড়িবাঁধ টিকিয়ে রেখে ক্ষয়ক্ষতি কমাতে চেষ্টা অব্যাহত রয়েছে।