সাতক্ষীরা:
সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে তাদের মৃত্যু হয়।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাতক্ষীরায় হাসপাতালে আটজন মারা গেছেন। তাদের মধ্যে একজন পজিটিভ ছিলেন এবং অন্য সাতজন মারা গেছেন উপসর্গ নিয়ে।
ডা. হুসাইন শাফায়েত আরও জানান, শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি, দেবহাটা, তালা ও কলারোয়া হাসপাতালে করোনার নমুনা গ্রহণ করা হচ্ছে। লকডাউন থাকায় মানুষের ভোগান্তি কমাতে এ ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, এই সময়ে ২৮১ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এই হার ২৭ দশমিক ৪ শতাংশ। গত দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে এ হার ছিল সবচেয়ে কম।