সাতক্ষীরায় তিন পাখি শিকারীকে কারাদণ্ড
সাতক্ষীরাঃ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর এলাকা থেকে তিন পাখি শিকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে শিকার করা পাঁচটি পাখি। আটক তিন পাখি শিকারীকে ৯ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। জব্দ করা হয়েছে শিকারকাজে ব্যবহৃত এয়ারগানটি।
সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন।
আটককৃত তিন পাখি শিকারী হল, উপজেলার নাংলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আল-আমিন (২৩) ও আলাউদ্দীন (২০), একই গ্রামের আনোয়ার আলী গাজীর ছেলে আবুল কালাম আজাদ (২৪)।
ঘটনার বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, অভিযান চালিয়ে শিকারকৃত বিরল প্রজাতির চারটি ঘুঘু পাখি, একটি বক পাখি, এয়ারগানসহ তিন শিকারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে নিয়ে গেলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারায় তিন শিকারীকে ৯ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্টের বিচারক। জব্দ করা হয়েছে শিকার কাজে ব্যবহৃত এয়ারগানটি।
তিনি বলেন, পাখি শিকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।