ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৪

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে।

সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় বিরোধপুর্ণ জমিতে ঘর বাঁধা নিয়ে সংঘর্ষে শনিবার (১৫ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার হাটচালা গ্রামের আব্দুর রাজ্জাক গাইন (৬৬) নামের একজন নিহত হয়েছে।

সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আব্দুর রাজ্জাক গাইনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

নিহত আব্দুর রাজ্জাক গাইন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটচালা গ্রামের মৃত অমেদ আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ আজিজুল ইসলাম (৪০), নুরজাহান বেগম (২৬), ইয়াকুব হোসেন ও শাহিদা বেগম নামে চার জনকে আটক করেছে। প্রথম দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক গাইন ও অলিল তরফদারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে আব্দুর রাজ্জাক ভাড়াটে লোকজন নিয়ে বিরোধপুর্ন জমিতে ঘর বাঁধার চেষ্টা করে। এসময় অলিল তরফদার এবং তার ছেলে আজিজুলের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত দু’পক্ষের তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।

নিহতের ভাইপো মনির হোসেন জানান, তাদরে দখলে থাকা জমির উপর আদালত সম্প্রতি স্থিতিবস্থা জারি করে। শনিবার সেখানে ঘর বাঁধতে গেলে অলিল তরফদারের জামাই এরশাদের নেৃতত্বে কৃষ্ণনগর থেকে আসা ২৫/৩০ জন লাঠিয়াল তাদের উপর হামলা করে। এসময় হামলাকারীরা লাঠি দিয়ে আব্দুর রাজ্জাকের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আব্দুর রাজ্জাককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অলিল তরফদারের মেয়ে নুরজাহান বেগম জানান, শ্যামনগর থেকে ৩০/৩৫ জন ভাড়াটে লোকজন নিয়ে আব্দুর রাজ্জাক, তার ভাই শাহাদাৎ ও রওশন তাদের দখলে থাকা জমিতে ঘর বাঁধার চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মিলন হোসেন জানান, জরুরী বিভাগে নেয়ার ২০/২৫ মিনিট পরে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক শাহানুর আলম জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সাতক্ষীরায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৪

Update Time : ০৪:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় বিরোধপুর্ণ জমিতে ঘর বাঁধা নিয়ে সংঘর্ষে শনিবার (১৫ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার হাটচালা গ্রামের আব্দুর রাজ্জাক গাইন (৬৬) নামের একজন নিহত হয়েছে।

সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আব্দুর রাজ্জাক গাইনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

নিহত আব্দুর রাজ্জাক গাইন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটচালা গ্রামের মৃত অমেদ আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ আজিজুল ইসলাম (৪০), নুরজাহান বেগম (২৬), ইয়াকুব হোসেন ও শাহিদা বেগম নামে চার জনকে আটক করেছে। প্রথম দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক গাইন ও অলিল তরফদারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে আব্দুর রাজ্জাক ভাড়াটে লোকজন নিয়ে বিরোধপুর্ন জমিতে ঘর বাঁধার চেষ্টা করে। এসময় অলিল তরফদার এবং তার ছেলে আজিজুলের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত দু’পক্ষের তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।

নিহতের ভাইপো মনির হোসেন জানান, তাদরে দখলে থাকা জমির উপর আদালত সম্প্রতি স্থিতিবস্থা জারি করে। শনিবার সেখানে ঘর বাঁধতে গেলে অলিল তরফদারের জামাই এরশাদের নেৃতত্বে কৃষ্ণনগর থেকে আসা ২৫/৩০ জন লাঠিয়াল তাদের উপর হামলা করে। এসময় হামলাকারীরা লাঠি দিয়ে আব্দুর রাজ্জাকের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আব্দুর রাজ্জাককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অলিল তরফদারের মেয়ে নুরজাহান বেগম জানান, শ্যামনগর থেকে ৩০/৩৫ জন ভাড়াটে লোকজন নিয়ে আব্দুর রাজ্জাক, তার ভাই শাহাদাৎ ও রওশন তাদের দখলে থাকা জমিতে ঘর বাঁধার চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মিলন হোসেন জানান, জরুরী বিভাগে নেয়ার ২০/২৫ মিনিট পরে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক শাহানুর আলম জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।