সাতক্ষীরায় নারী পুলিশকে পিটিয়েছে চেয়ারম্যানের ভাই
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা সদরে পুলিশ কন্সটেবল কাজল রেখাকে মারপিট করায় তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকিরের ভাই সরদার গোলজারকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তালা বাজারের একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।
আটক সরদার গোলজার তালা সদরের বারুইহাটি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, নারী কন্সটোবল কাজল রেখা তালা বাজারে কাপড়ের দোকানে কেনাকাটা করতে যায়। এ সময় সরদার গোলজার সরে দাঁড়াতে বলে কন্সটেবল কাজল রেখাকে। পুলিশ কন্সটেবল সরে না দাঁড়ানোয় তাকে মারপিট করে সরদার গোলজার ও তার ছেলে ইমরান।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলতে চাই না।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাজারে কেনাকাটার সময় হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জেনেছি। সরদার গোলজার নামের এক ব্যক্তি আটক রয়েছে। বিষয়টি বিস্তারিত জানার জন্য বাজার কমিটির নেতৃবৃন্দকে ডাকা হয়েছে। এরপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ইতিপূর্বে চেয়ারম্যান সরদার জাকির তালা থাকার এসআই মনির হোসেনকে মারপিট করে পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে ছিলেন।