সাতক্ষীরায় সামাজিক দুরত্ব না মানায় ৫৮ জনকে জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব না মেনে অকারণে ঘোরাঘুরি করায় গত ২৪ ঘণ্টায় ৫৮ জনকে ২৯ হাজার ৯৫৪ টাকা জরিমানা করা হয়েছে।
জনসমাগম হটাতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলাব্যাপী সাড়াশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, পুলিশ।
জেলা প্রশাসনের দপ্তর থেকে জানা গেছে, অকারণে বাইক নিয়ে বাইরে আড্ডা দেওয়া ও ঘোরাফেরা করায় সাতক্ষীরা শহরে চারজনকে জনকে ৩ হাজার ৫০০ টাকা, শ্যামনগরে ২৬ জনকে ১৩ হাজার ৭১০ টাকা, কালিগঞ্জে চারজনকে ৩ হাজার ৬৪৪ টাকা, আশাশুনিতে ৯ জনকে ৪ হাজার ১০০ টাকা, তালায় দুইজনকে দেড় হাজার টাকা, দেবহাটায় ৬ জনকে দেড় হাজার টাকা ও কলারোয়ায় সাতজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, করোনো মোকাবেলায় জেলার সর্বত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের অভিযান চলছে। মানুষকে ঘরে ফেরাতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।