সাতক্ষীরা সীমান্তে ২৯ কেজি ভারতীয় রুপা জব্দ
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার চান্দুড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে ২৯ কেজি ২৫০ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। বুধবার সকালে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের কাঁদপুর নামকস্থান থেকে রুপার গহনাসহ একটি মোটর সাইকেলটি জব্দ করা হয়। তবে, পালিয়ে গেছে চোরাকারবারী।
সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানকালে বিজিবির উপস্থিতি বুঝে এক চোরচালানী মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলে বাঁধানো একটি ব্যাগ থেকে ২৯ কেজি ২৫০ গ্রাম ওজনের ভারতীয় রুপার গহনাসহ মোটর সাইকেলটি জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দকৃত রুপার গহনাসহ মোটর সাইকেলের মূল্য ১৯ লাখ ৮৮ হাজার ৭৮২ টাকা। জব্দকৃত রুপার গহনা গুলো সাতক্ষীরা ট্রেজারীতে জমা করা হয়েছে।