সাতক্ষীরায় ৮০০ ইয়াবা বড়িসহ একজন আটক
সাতক্ষীরা শহরের বড়বাজার থেকে ৮০০টি ইয়াবা বড়িসহ আরিফুল ইসলাম নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাত নয়টার দিকে শহরের সুলতানপুর বড়বাজার পদ্মা ফিশের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
আটক আরিফুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী থানার পশ্চিম বাঁশখালা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, চট্টগ্রাম থেকে বড় একটি ইয়াবার চালান সাতক্ষীরা শহরে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সুলতানপুর বড়বাজারের মাছ বাজারে অবস্থান নেয়। এ সময় পদ্মা ফিশের সামনে আরিফুলকে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
শাহরিয়ার হাসান আরও জানান, আরিফুল স্বীকার করেছেন, তিনি নিয়মিত চট্টগ্রাম থেকে ইয়াবা বড়ি নিয়ে এসে সাতক্ষীরায় কয়েকজনের কাছে সরবরাহ করেন। আরিফুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।