সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক বিশেষ অভিযানে ৬ কেজি ৬০৭ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা আটক করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি সীমান্ত থেকে এই রূপার গহনা আটক করা হয়। আটক রূপার গহনার আনুমানিক মূল্য ১৩ লাখ ৮৭ হাজার টাকা। তবে এসময় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে পারেনি।
বিজিবি সূত্র জানায়, ভারতীয় রূপার গহনার একটি বড় চালান পাচার করে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন মাদরা বিওপির নায়েব সুবেদার মোঃ ইলিয়াছ হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ভাদিয়ালি সীমান্তে অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ৯ বরাবর ভাদিয়ালি সীমান্তের দিক থেকে পায়ে হেটে আসার সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ১টি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ৬ কেজি ৬০৭ গ্রাম ওজনের বিভিন্ন ধরনের রূপার গহনা উদ্ধার করে। রূপার গহনার মধ্যে রয়েছে নুপুর, ব্রেসলেট, বাচ্চাদের চুরি ও পাথরসহ আংটি ইত্যাদি। উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক মূল্য ১৩ লাখ ৮৭ হাজার ৪৭০ টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ভারতীয় রূপার গহনা বাংলাদেশ জুয়েলার্স সমিতি, সাতক্ষীরা হতে প্রকৃত ওজন ও মূল্য নিরূপণ পূর্বক কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সবুজদেশ/এসইউ