সাতক্ষীরা সীমান্তে ১২ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক
সাতক্ষীরা প্রতিনিধিঃ
ভারতে পাচারের সময় সাতক্ষীরার কেঁড়াগাছি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে স্বর্ণেরবারসহ তাকে আটক করা হয়। আটক চোরাকারবারী মোহাম্মদ কামরুজ্জামান ওরফে বুদু (৩৫) কেঁড়াগাছি সীমান্তবর্তী খালধার গ্রামের আবুল হোসেনের ছেলে।
বিজিবি জানায়, কেঁড়াগাছি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদে তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সবুর ও কাকডাঙ্গা বিওপির হাবিলদার শহীদ হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা চোরাকারবারী বুদুর সীমান্তবর্তী বাড়িতে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে ১২ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী বুদুকে হাতে নাতে আটক করা হয়। উদ্ধারকৃত মোট ১২ পিস স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮৫০ গ্রাম।সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।