ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে ৮ ভারতীয় গরু আটক

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ১৮৩ বার পড়া হয়েছে।

সাতক্ষীরাঃ

অবৈধভাবে পাচার করে আনার পথে সাতক্ষীরা শ্যামনগর সীমান্তে আটটি ভারতীয় গরু আটক করেছে কৈখালী উপকূল রক্ষী বাহিনীর (কোষ্টগার্ড) সদস্যরা। শনিবার (১০জুলাই) ভোর রাত দেড়টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন বাংলাদেশ-ভারত সীমান্তের পাঁচ নদীর মোহনা হতে গরুগুলো আটক করে।

কোষ্টগাড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরস্ত কৈখালী কোষ্টগার্ড পেটি অফিসার (পিও) ফুল মোহাম্মাদের নেতৃত্বে একটি অভিযানিক দল ভোর রাত দেড়টার দিকে শ্যামনগর উপজেলাধীন বাংলাদেশ-ভারত সীমান্তের পাঁচ নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে  আটটি ভারতীয় গরু আটক করে। তবে এসময় কোষ্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ পাঁচারকারীরা গরু ও অন্যান্য মালামাল ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার টাকা মূল্যের ১টি নৌকা সহ ৩লক্ষ ৭৫ হাজার টাকার আটটি ভারতীয় গরু জব্দ করে কোষ্টগার্ড সদস্যরা।

কৈখালী কোষ্টগার্ড পেটি অফিসার ফুল মোহাম্মাদ সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদ-উল আযহা কে সামনে রেখে সংঘবদ্ধ গরু পাচারকারীর দল ভারত থেকে অবৈধভাবে গরু পাচার করে আনার চেষ্টা করছিল। জব্দকৃত গরু পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সাতক্ষীরা সীমান্তে ৮ ভারতীয় গরু আটক

Update Time : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

সাতক্ষীরাঃ

অবৈধভাবে পাচার করে আনার পথে সাতক্ষীরা শ্যামনগর সীমান্তে আটটি ভারতীয় গরু আটক করেছে কৈখালী উপকূল রক্ষী বাহিনীর (কোষ্টগার্ড) সদস্যরা। শনিবার (১০জুলাই) ভোর রাত দেড়টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন বাংলাদেশ-ভারত সীমান্তের পাঁচ নদীর মোহনা হতে গরুগুলো আটক করে।

কোষ্টগাড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরস্ত কৈখালী কোষ্টগার্ড পেটি অফিসার (পিও) ফুল মোহাম্মাদের নেতৃত্বে একটি অভিযানিক দল ভোর রাত দেড়টার দিকে শ্যামনগর উপজেলাধীন বাংলাদেশ-ভারত সীমান্তের পাঁচ নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে  আটটি ভারতীয় গরু আটক করে। তবে এসময় কোষ্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ পাঁচারকারীরা গরু ও অন্যান্য মালামাল ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার টাকা মূল্যের ১টি নৌকা সহ ৩লক্ষ ৭৫ হাজার টাকার আটটি ভারতীয় গরু জব্দ করে কোষ্টগার্ড সদস্যরা।

কৈখালী কোষ্টগার্ড পেটি অফিসার ফুল মোহাম্মাদ সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদ-উল আযহা কে সামনে রেখে সংঘবদ্ধ গরু পাচারকারীর দল ভারত থেকে অবৈধভাবে গরু পাচার করে আনার চেষ্টা করছিল। জব্দকৃত গরু পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।