বুধবার দুপুরে অভিযান চালিয়ে খাল দখলমুক্ত করা হয় বলে স্থানীয় তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালটি উদ্ধারে পরিকল্পনা ছিল। চার কিলোমিটার দীর্ঘ খালটি কোথাও ৩০ ফুট আবার কোথাও ১৬০ ফুট প্রশস্ত ছিল। দখলের কারণে দুই ফুটের খালও খুঁজে পাওয়া যায় না।
অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের (ইজিপিপি) আওতায় ২০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে খালটি উদ্ধার করা হচ্ছে বলে জানান তিনি।ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য নিজাম আহম্মেদ জানান, জয়নাবাড়ী খালটি দখলের কারণে যাদুর চর, জয়নাবাড়ী, স্কুল পাড়া, উল্লাহপাড়া, নিমেরটেক, সুগন্ধা হাউজিং, জোরপুল, বেপারী পাড়া, নন্দুখালী, তেঁতুলঝোড়ায় জলাবদ্ধতা তৈরি হত।
“খালটি উদ্ধার হলে জলাবদ্ধতা কমে যাবে এবং নৌকাযোগে সরাসরি ধলেশ্বরী নদীতে যাওয়া যাবে।”
খাল উদ্ধার অভিযানের নোটিশ পেয়ে অনেকে আবার নিজ থেকে স্থাপনা সরিয়ে নিয়েছেন বলে জানান তিনি।
এতো বছর পরে হলেও খালটি উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।