ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে আলোচিত জ্যোতিষ ও সামাজিক মাধ্যমে পরিচিত এম.এ. সাঈদ ওরফে “গুরুজী জ্যোতিষ সাঈদ” (৬৭) কে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর সাভার এলাকার জামসিং থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার ( ৫ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত সাইদ ওরফে (গুরুজী জ্যোতিষ সাঈদ) ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর উত্তরপাড়ার গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। তিনি পাগলাকানাই এলাকায় অবস্থিত তার “রাশিচক্র ও খানকায়ী শেফা কার্যালয়” পরিচালনা করে আসছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত (৩ মে) তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি “Guruji Jotish Sayeed” থেকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর একটি পোস্ট করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় ঝিনাইদহসহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা তার কার্যালয়ে ভাঙচুর করে এবং রাস্তায় অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল বের করে গ্রেফতারের দাবি জানায়।
পরে সিটিটিসি, ডিএমপি, যৌথ অভিযানে ঢাকার সাভারের জামসিং এলাকা থেকে অভিযুক্ত সাইদকে ৫ মে রাতে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মোঃ ইসমাইল হোসেন বেলালী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সবুজদেশ/এসইউ