বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে
যশোরঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষ সবাই নিজ নিজ অধিকার নিয়েই বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। (৩ জানুয়ারি) শুক্রবার দুপুরে যশোর বেজপাড়া পূজা মন্দিরের নতুন নাটমন্দির ভবনের কমপ্লেক্স ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে উন্নয়নে আমূল পরিবর্তন হয়েছে। সামাজিক ও ধর্মীয় আচার আচারণ পালন করার জন্য বিগত সরকারের চেয়ে বর্তমান সরকার মসজিদ, মন্দির, গির্জা নির্মাণসহ নানা ধর্মের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের প্রত্যন্তগ্রাম পর্যন্ত।
প্রতিমন্ত্রী আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে একক কোনো সম্প্রদায় আত্মহুতি দেয়নি। সকল সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগে এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো এ দেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে সে লক্ষ্য নিয়ে তার কন্যা জননেন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বেজপাড়া পূজা সমিতির মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি ফণীভূষণ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সন্তোষ দত্ত, ব্যবসায়ী শ্যামল দাস, পবিত্র কাপুড়িয়া প্রমুখ।