রাজধানীর সায়েন্সল্যান্স মোড়ে সংঘর্ষে জড়িয়েছে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। দুই পক্ষের সংঘর্ষের কারণে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
সায়েন্সল্যাব মোড়ে দেখা যায়, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিপক্ষের উদ্দেশ্যে ইট-পাটকেল ছুঁড়ছে। বিকেল পাঁচটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। সংঘর্ষে কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
সংঘর্ষের কারণে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কিত হয়ে মানুষ দ্বিগ্বিদিক ছোটাছুটি করেন। বর্তমানে সায়েন্সল্যাব দিয়ে যান চলাচল বন্ধ আছে। এর প্রভাব পড়েছে আশপাশের সড়কগুলোতে। এসব সড়কে গাড়ির তীব্র যট দেখা দিয়েছে।
সবুজদেশ/এসইউ