সিঁড়িতে হুমড়ি খেয়ে পড়ে গেলেন মোদি (ভিডিও)
সবুজদেশ ডেস্কঃ
ভারতের উত্তরপ্রদেশের কানপুরে সরকারি একটি প্রকল্পের কাজ দেখতে গিয়ে সিঁড়ি বেয়ে ওঠার সময় হঠাৎই মুখ থুবড়ে পড়ে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পাশে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে মোদিকে সিঁড়ি থেকে তুলে ফেলেন।
দেশটির সংবাদমাধ্যম ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়া এক প্রতিবেদনে বলছে, উত্তরপ্রদেশের কানুপুরের নমামি গঙ্গে প্রকল্প পর্যবেক্ষণ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েন প্রধানমন্ত্রী মোদি।
ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়া বলছে, শনিবার কানপুরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গঙ্গা নদ সুরক্ষা কাউন্সিলের এক বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। গঙ্গা নদে নৌকায় চেপে কাজের অগ্রগতি দেখার পরিকল্পনা ছিল।
বৈঠক শেষে গঙ্গায় নৌবিহারে যাওয়ার সময় ঘাটের সিঁড়িতে হঠাৎ হুমড়ি খেয়ে পড়েন মোদি। এ সময় নিরাপত্তারক্ষীরা দৌড়ে গিয়ে তাকে টেনে তোলেন। এ ঘটনায় গুরুতর কোনো আঘাত পাননি তিনি।
পরে নৌকায় চেপে গঙ্গা পরিষ্কার প্রকল্পের কাজ ঘুরে দেখেন মোদি। এ সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ রাজ্যের শীর্ষ রাজনীতিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।