চট্টগ্রামঃ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ইভিএম মেশিন ভাঙচুর ও সহিংসতার অভিযোগে ৩৪ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

এসময় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইল বালীকে আটক করা হয় বলে নিশ্চিত করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইল বালী ও আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পাথরঘাটা এলাকার জেএম সেন স্কুল ও কলেজ ভোটকেন্দ্রের দখল নিতে তারা সংঘর্ষে লিপ্ত হন। সেসময় ওই কেন্দ্রের একটি ইভিএম মেশিন ভাঙচুর করা হয়।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তাদের ছত্রভঙ্গ করে। এ সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘পুলিশ পাথরঘাটা এলাকা থেকে মো. ইসমাইলকে আটক করেছে।’

জেএম সেন স্কুল ও কলেজ কেন্দ্রসহ দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here