ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পৃথক মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ ও আতশবাজি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিকাল ৩টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, সুবেদার সাইফুর রহমানের নেতৃত্বে , শ্রীনাথপুর বিওপি অভিযান চালিয়ে ভবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটকরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার দুলাল কুমার মন্ডলের ছেলে সাধন কুমার মন্ডল (৩১), নওগাঁর আত্রাই উপজেলার ভারমাধাইমুড়ি গ্রামের এরশাদ আলী খান (৩৪), গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া গ্রামের মিলন কুমার বাগচির ছেলে পলাশ কুমার বাগচী (২৫), কক্সবাজারের মহেশখালী উপজেলার গোড়কঘাট গ্রামের আব্দুস শুকুরের ছেলে তারেক আজিজ (২১), টেকনাফ উপজেলার শ্যামলাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রবিউল আলম (২২)। এছাড়া একই অভিযানে এক শিশু ও এক নারীকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়া সুবেদার শরাফত আলীর নেতৃত্বে বেনীপুর বিওপি’র অপর এক অভিযানে পিপুলবাড়িয়া গ্রাম থেকে মাহফুজুর রহমান মারুফ (১৯) ও সুমন আলী নামে অপর দুই বাংলাদেশিকে আটক করা হয়।
আটক মাহফুজুর রহমান মারুপ রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের রমজান আলীর ছেলে এবং আটক সুমন আলী (২২) নাটোরের লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রামের সাদেক আলীর ছেলে। আটককৃত দুজনকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত আড়াইটা পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালায় বিজিবি।
এদিকে মাদক বিরোধী অভিযান চালিয়েছে রাজাপুর ও নতুনপাড়া বিওপি। অভিযানে ১৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। এ ছাড়া সীমান্তে গয়েশপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ৭৬ বক্স ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়েছে।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক নারী ও শিশুকে যশোরের জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এ ছাড়া আটক অপর আসামিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
সবুজদেশ/এসএএস