ফাইল ছবি

ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি দিনমজুর নিহত হয়েছেন।

নিহতের নাম শ্রীকান্ত সিংহ রায় (৩২)। তিনি উপজেলার আমগাঁও ইউনিয়নের কালচা গ্রামের খেলুরাম সিংহের ছেলে।

রোববার গভীর রাতে এ ঘটনাটি ঘটলেও সোমবার দুপুরে এ খবর জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শ্রী কান্তের স্ত্রী জনতা রানী।

শ্রী কান্তের ভাই মদন সিংহ রায় বলেন, অভাবী সংসার। এলাকায় তেমন কাজ নেই। দালালের মাধ্যমে সে ভারতের পাঞ্জাবে শ্রমিকের কাজের উদ্দেশ্যে অবৈধ পথে হরিপুরের কান্দাল সীমান্ত দিয়ে ওই দেশটিতে যাচ্ছিল। পথে ভারতের উত্তর দিনাজপুর জেলার খোচাবাড়ি ৪০-বিএসএফের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।

তিনি আরও বলেন, সারা রাত শ্রী কান্তের লাশ পড়ে ছিল সীমান্তের ধারে। সকালে খোচাবাড়ি সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে গেছে।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম সামিউন নবী বলেন, এ বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here