সীমান্তে ৪৫ কেজি রুপার গয়না জব্দ
ভারতে পাচারের জন্য নিয়ে আসা সাতক্ষীরা কালিয়ানি সীমান্ত থেকে ৪৫ কেজি রুপার গয়না জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় রুপার গয়নাগুলো জব্দ করা হয়।
কালিয়ানি বিজিবির কোম্পানি কমান্ডার সিদ্দিক হোসেন জানান, ভারতে পাচারের উদ্দেশে চোরাকারবারিরা রুপার গয়নাগুলো কালিয়ানি সীমান্তে নিয়ে আসে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রুপার গয়নাগুলো ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করেন। এ সময় কোনো চোরাকারবারি আটক হয়নি বলে তিনি জানান।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার পর্যন্ত ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার নারিকেলবাড়িয়া ও শিকড়ি এলাকা থেকে প্রায় ৭৫ কেজি সোনার বারসহ তিন ব্যক্তিকে আটক করে বিজিবি।