সীমান্ত থেকে ৬ কেজি ভারতীয় রূপার গহনা জব্দ
ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে ৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা জব্দ করেছে বিজিবি।
সোমবার (১১ নভেম্বর) সকালে তলুইগাছা সীমান্তের চারাবাড়ী এলাকা থেকে উক্ত রূপার গহনা গুলো জব্দ করা হয়।
জব্দকৃত রূপার গহনার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৯৮ হাজার ৯০৫ টাকা। তবে, বিজিবি এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক সোমবার দুপুরে এক পেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
লে. কর্ণেল মো. আশরাফুল হক জানান, সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে রুপার এটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি আভিযানিক টহলদল সেখানে অভিযান চালান। এসময় তলুইগাছা সীমান্তের চারাবাড়ী নামক স্থানে কতিপয় ব্যক্তিকে ব্যাগ হাতে করে ভারত থেকে বাংলাদেশে ঢুকার সময় তারা তাদেরকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে চোরাকারবারীরা ব্যাগ ফেলে দ্রুত ঘন জঙ্গল মধ্য দিয়ে পালিয়ে যান। পরবর্তীতে বিজিবি চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা জব্দ করেন। যার আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৯৮ হাজার ৯০৫ টাকা।
তিনি জানান, এ ব্যাপারে থানায় জিডি (সাধারন ডায়েরি) করে কোর্ট আদেশ গ্রহণ পূর্বক জব্দকৃত রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সবুজদেশ/এসইউ