ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুখবর পেলেন কালীগঞ্জের দুই বিএনপি নেতা

 

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহের কালীগঞ্জে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার (২৪ নভেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ডা. নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়ির থাকার অভিযোগে গত ১২ জুন এই দুই নেতাকে সাময়িকভাবে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

এদিকে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। তারা বলেছেন, এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে কালীগঞ্জ উপজেলা বিএনপি আরো গতিশীল হবে। ডা. নুরুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

ডা. নুরুল ইসলাম দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। কালীগঞ্জ উপজেলার সুসংগঠিত তৃণমুল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করবো।’

সবুজদেশ/এসএএস

Tag :

সুখবর পেলেন কালীগঞ্জের দুই বিএনপি নেতা

Update Time : ০৯:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

 

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহের কালীগঞ্জে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার (২৪ নভেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ডা. নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়ির থাকার অভিযোগে গত ১২ জুন এই দুই নেতাকে সাময়িকভাবে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

এদিকে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। তারা বলেছেন, এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে কালীগঞ্জ উপজেলা বিএনপি আরো গতিশীল হবে। ডা. নুরুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

ডা. নুরুল ইসলাম দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। কালীগঞ্জ উপজেলার সুসংগঠিত তৃণমুল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করবো।’

সবুজদেশ/এসএএস