সুদানের উত্তরাঞ্চলে নীল নদের পাশে প্লাবিত এলাকা পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন শিশু ডুবে গেছে। শিশুদের সঙ্গে থাকা এক নারী স্বাস্থকর্মীও ডুবে যান। ইঞ্জিনচালিত নৌকাটিতে প্রায় ৪০ জন শিশু ছিল। তারা সবাই বিদ্যালয়ের শিক্ষার্থী। বুধবার বিদ্যালয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নীল নদের পাশে প্রায় আড়াই কিলোমিটার বন্যাকবলিত এলাকা পাড়ি দেওয়ার সময় প্রবল স্রোতের মুখে পড়ে নৌকাটি। এ সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে এটি ডুবে যায়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত দুজনের লাশ পাওয়া গেছে।

স্থানীয় কেনবা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিল খায়র আদম ইউনিস বলেন, শিক্ষার্থীরা সাধারণত হেঁটে স্কুলে যায়। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ভারী বর্ষণে এলাকা প্লাবিত হওয়ায় তারা নৌকায় করে বিদ্যালয়ে যাচ্ছিল। নৌকা উল্টে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স সাত থেকে ষোলো বছরের মধ্যে। তাদের বেশির ভাগই মেয়ে শিক্ষার্থী।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here