ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুদুর কানাডায় ঝিনাইদহের এক কন্যার সাফল্য

Reporter Name

ঝিনাইদহঃ

শারীক অসুস্থতা তাসনিম জাইসিকে দমাতে পারেনি। তার অদম্য প্রতিভাকে বিকশিত করে বিশ্বের বুকে বাংলাদেশকে করেছে গৌরবান্বিত। সেই সাথে গর্বিত তার নিজ জেলা ঝিনাইদহ ও গ্রাম বংকিরাকে।

তাসনিম জাইসি সদর উপজেলার বংকিরা গ্রামের আব্দুল্লা আল মামুন ও টিউলিপ শাহিন দম্পত্তির বড় মেয়ে। তার দাদার নাম মরহুম আব্দুল কাদের মন্ডল।

কানাডার সাসকেচোয়ান বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সম্মেলনে তাসনিম জাইসি পিএইসডি গবেষণা উপস্থাপন করে প্রথম স্থান অধিকার করেন। তার গবেষনার বিষয় ছিল সামাজিক বিজ্ঞান, মানবিকতা এবং চারুকলা। তিনি তার পুরষ্কারের অংশ হিসাবে বিশ্ববিদ্যালয় থেকে ১০০০ ডলার পেয়েছেন। তার গবেষণায় প্রতিবন্ধি নারীদের জীবন মান আরও উন্নত করার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

তাসনিম জাইসির মেজো চাচা ইদ্রিস নিয়াজ ও ছোট চাচা ছবদুল ইসলাম সাবু জানান, তার সাফল্যে আমরা গর্বিত।

About Author Information
আপডেট সময় : ০৭:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
৫২৭ Time View

সুদুর কানাডায় ঝিনাইদহের এক কন্যার সাফল্য

আপডেট সময় : ০৭:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০

ঝিনাইদহঃ

শারীক অসুস্থতা তাসনিম জাইসিকে দমাতে পারেনি। তার অদম্য প্রতিভাকে বিকশিত করে বিশ্বের বুকে বাংলাদেশকে করেছে গৌরবান্বিত। সেই সাথে গর্বিত তার নিজ জেলা ঝিনাইদহ ও গ্রাম বংকিরাকে।

তাসনিম জাইসি সদর উপজেলার বংকিরা গ্রামের আব্দুল্লা আল মামুন ও টিউলিপ শাহিন দম্পত্তির বড় মেয়ে। তার দাদার নাম মরহুম আব্দুল কাদের মন্ডল।

কানাডার সাসকেচোয়ান বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সম্মেলনে তাসনিম জাইসি পিএইসডি গবেষণা উপস্থাপন করে প্রথম স্থান অধিকার করেন। তার গবেষনার বিষয় ছিল সামাজিক বিজ্ঞান, মানবিকতা এবং চারুকলা। তিনি তার পুরষ্কারের অংশ হিসাবে বিশ্ববিদ্যালয় থেকে ১০০০ ডলার পেয়েছেন। তার গবেষণায় প্রতিবন্ধি নারীদের জীবন মান আরও উন্নত করার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

তাসনিম জাইসির মেজো চাচা ইদ্রিস নিয়াজ ও ছোট চাচা ছবদুল ইসলাম সাবু জানান, তার সাফল্যে আমরা গর্বিত।