ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৫:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে।

 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

শনিবার (২২ মার্চ) সকালে লাগা এ আগুন বিকেল ৪টা নাগাদ নেভানো সম্ভব হয়নি।

পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বনরক্ষীরা ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস।

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া জানান, শনিবার সকাল ৭টার দিকে সুন্দরবনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল এলাকায় ধোঁয়া উঠতে দেখে এলাকাবাসী। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়েছে। সংবাদ পেয়ে সেখানে ছুটে যায় বনরক্ষীরা।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানান, আশেপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহিন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে। তাই পানির উৎসের অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বনরক্ষীদের। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে, সেজন্য আগুনের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম জানান, সুন্দরবনে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষয়-ক্ষতির পরিমাণসহ বিস্তারিত জানানো হবে।

সবুজদেশ/এসইউ

আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

Update Time : ০৫:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

শনিবার (২২ মার্চ) সকালে লাগা এ আগুন বিকেল ৪টা নাগাদ নেভানো সম্ভব হয়নি।

পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বনরক্ষীরা ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস।

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া জানান, শনিবার সকাল ৭টার দিকে সুন্দরবনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল এলাকায় ধোঁয়া উঠতে দেখে এলাকাবাসী। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়েছে। সংবাদ পেয়ে সেখানে ছুটে যায় বনরক্ষীরা।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানান, আশেপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহিন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে। তাই পানির উৎসের অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বনরক্ষীদের। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে, সেজন্য আগুনের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম জানান, সুন্দরবনে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষয়-ক্ষতির পরিমাণসহ বিস্তারিত জানানো হবে।

সবুজদেশ/এসইউ