ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত : অস্ত্র ও গুলি উদ্ধার

Reporter Name

বাগেরহাট প্রতিনিধিঃ

সুন্দরবনের র‌্যাবের ৬ এর সাথে বন্দুকযুদ্ধে ফারুক বাহিনীর প্রধান ফারুক মোড়ল নামে এক বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে এঘটনা ঘটে। এসময়ে র‌্যাবের দুই সদস্য আহত হয়।

খুলনা র‌্যাব ৬ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, ‘ সোমবার রাতে আমাদের কাছে খবর আসে চাঁদপাই রেঞ্জের কোদালিয়া খাল এলাকায় বনদস্যুরা জেলেদের উপর আক্রমন করার পরিকল্পনা করছে। তারা একটি বিকাশ নম্বরও জেলেদের দিয়েছে চাঁদার অর্থ পরিশোধের জন্য। এতথ্য নিশ্চিত হবার পর রাতেই অভিযান শুরু করি। সকাল পৌনে ৮ টার দিকে র‌্যাবের একটি দল বনদস্যুর আস্থানা ঘিরে ফেলে। এঅবস্থায় দস্যুরা আমাদের লক্ষ্যকরে গুলি ছুড়তে থাকে। আধাঘন্টা গোলাগুলির পর দস্যুরা পিছু হটে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় এক বনদসুকে র‌্যাব উদ্ধার করে । এসময়ে র‌্যাবের দুই সদস্যও আহত হয়। তাদেরকে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বনদস্যুর মৃত্যু হয়।

নিহত বনদস্যুর নাম ফারুক মোড়ল। সে ফারুক বাহিনীর প্রধান। তার বাবার নাম আকবর মোড়ল। সে খুলনা জেলার দাকোপ উপজেলার কলাবগি গ্রামের বাসিন্ধা। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত ১টি দেশি বন্দুক, ১টি রাম দা , হাসুয়া,১১ রাউন্ড তাজা গুলি ও ১৪ রাউন্ড গুলির খোসাসহ নৌকা ও বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার করে।

About Author Information
আপডেট সময় : ০১:১৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
৩০৫ Time View

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত : অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০১:১৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০

বাগেরহাট প্রতিনিধিঃ

সুন্দরবনের র‌্যাবের ৬ এর সাথে বন্দুকযুদ্ধে ফারুক বাহিনীর প্রধান ফারুক মোড়ল নামে এক বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে এঘটনা ঘটে। এসময়ে র‌্যাবের দুই সদস্য আহত হয়।

খুলনা র‌্যাব ৬ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, ‘ সোমবার রাতে আমাদের কাছে খবর আসে চাঁদপাই রেঞ্জের কোদালিয়া খাল এলাকায় বনদস্যুরা জেলেদের উপর আক্রমন করার পরিকল্পনা করছে। তারা একটি বিকাশ নম্বরও জেলেদের দিয়েছে চাঁদার অর্থ পরিশোধের জন্য। এতথ্য নিশ্চিত হবার পর রাতেই অভিযান শুরু করি। সকাল পৌনে ৮ টার দিকে র‌্যাবের একটি দল বনদস্যুর আস্থানা ঘিরে ফেলে। এঅবস্থায় দস্যুরা আমাদের লক্ষ্যকরে গুলি ছুড়তে থাকে। আধাঘন্টা গোলাগুলির পর দস্যুরা পিছু হটে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় এক বনদসুকে র‌্যাব উদ্ধার করে । এসময়ে র‌্যাবের দুই সদস্যও আহত হয়। তাদেরকে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বনদস্যুর মৃত্যু হয়।

নিহত বনদস্যুর নাম ফারুক মোড়ল। সে ফারুক বাহিনীর প্রধান। তার বাবার নাম আকবর মোড়ল। সে খুলনা জেলার দাকোপ উপজেলার কলাবগি গ্রামের বাসিন্ধা। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত ১টি দেশি বন্দুক, ১টি রাম দা , হাসুয়া,১১ রাউন্ড তাজা গুলি ও ১৪ রাউন্ড গুলির খোসাসহ নৌকা ও বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার করে।