সুন্দরবনে হরিণের ৫০ কেজি গোশসহ তিনটি চামড়া উদ্ধার
খুলনা প্রতিনিধিঃ
খুলনার দাকোপ উপজেলার ছোট কুমড়াকাঠি খালে অভিযান চালিয়ে হরিণের ৫০ কেজি গোশ, তিনটি চামড়া, একটি মাথা ও একটি সিং উদ্ধার করেছে কোষ্টগার্ড।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুলাহ-আল-মাহমুদ জানান, কতিপয় চোরা শিকারী অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারীরা হরিণ শিকার করে হরিণের গোশ বিক্রয় করার জন্য একটি চোর চক্র হরিণ শিকার করছে। এমন সংবাদ পেয়ে কুমড়াকঠি খালে অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের যাওয়ার আগেই শিকারীরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত হরিণের মাংস, চামড়া ও মাথা শিবসা ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।