ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতি, আটক ৫

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে।

 

সুন্দরবনের গহীনে চলছিল হরিণ শিকারের প্রস্তুতি। চোরা শিকারিরা বনে ফাঁদ পেতে অপেক্ষা করছিলেন নিকটবর্তী খালে নোঙর করা নৌকায়। এই খবর জানতে পেরে অভিযান চালিয়ে বনরক্ষীরা পাঁচ হরিণ শিকারিকে আটক করেছে।

আটক চোরা শিকারিরা হলেন, মিন্টু বিশ্বাস, বাদল বিশ্বাস, বিধান চন্দ্র বিশ্বাস, সুমন্ত ও মন্টু।

এসব হরিণ শিকারিদের বাড়ি বরগুনার জেলার পাথরঘাটা এলাকায়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর এ তথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরবন বিভাগ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকার ছালুয়ার খালে বগী স্টেশন ও চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথ অভিযানে চালিয়ে একটি ট্রলারসহ শিকারি দলের ৫ সদস্যকে আটক করে। পরে আটকদের স্বীকারোক্তিতে বনের গহীনে পেতে রাখা নাইলনের সুতা দিয়ে তৈরি বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সবুজদেশ/এসইউ

সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতি, আটক ৫

Update Time : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

 

সুন্দরবনের গহীনে চলছিল হরিণ শিকারের প্রস্তুতি। চোরা শিকারিরা বনে ফাঁদ পেতে অপেক্ষা করছিলেন নিকটবর্তী খালে নোঙর করা নৌকায়। এই খবর জানতে পেরে অভিযান চালিয়ে বনরক্ষীরা পাঁচ হরিণ শিকারিকে আটক করেছে।

আটক চোরা শিকারিরা হলেন, মিন্টু বিশ্বাস, বাদল বিশ্বাস, বিধান চন্দ্র বিশ্বাস, সুমন্ত ও মন্টু।

এসব হরিণ শিকারিদের বাড়ি বরগুনার জেলার পাথরঘাটা এলাকায়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর এ তথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরবন বিভাগ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকার ছালুয়ার খালে বগী স্টেশন ও চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথ অভিযানে চালিয়ে একটি ট্রলারসহ শিকারি দলের ৫ সদস্যকে আটক করে। পরে আটকদের স্বীকারোক্তিতে বনের গহীনে পেতে রাখা নাইলনের সুতা দিয়ে তৈরি বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সবুজদেশ/এসইউ