ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সেলফি তুলতে গিয়ে ভৈরব নদে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে।

সেলফি তুলতে গিয়ে ভৈরব নদে ডুবে স্কুলছাত্র নিখোঁজ -

মেহেরপুরঃ

সেলফি তুলতে গিয়ে ভৈরব নদে ডুবে উৎস (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে মুজিবনগর উপজেলার রসিকপুর সুইচ গেটের উপর থেকে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ উৎস গাংনী উপজেলার গাংনী বাজারের ফজলুল হকের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

মুজিবনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান, উৎস ও তার কয়েকজন বন্ধু রসিকপুর সুইচ গেট এলাকায় বেড়াতে যান। উৎস সুইস গেটের কিনারায় দাঁড়িয়ে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত নদের পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে মুজিবনগর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি শুরু করে। কিন্তু রশিকপুর সুইচ গেটের কাছে পানি ও পানির স্রোত বেশি থাকার কারণে স্কুলছাত্র উৎসকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এলে আবারো উদ্ধার কাজ শুরু হবে। তবে এ খবর লেখা পর্যন্ত ডুবুরিদল এসে পৌঁছায়নি।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

সেলফি তুলতে গিয়ে ভৈরব নদে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

Update Time : ০৭:৩৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১

মেহেরপুরঃ

সেলফি তুলতে গিয়ে ভৈরব নদে ডুবে উৎস (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে মুজিবনগর উপজেলার রসিকপুর সুইচ গেটের উপর থেকে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ উৎস গাংনী উপজেলার গাংনী বাজারের ফজলুল হকের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

মুজিবনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান, উৎস ও তার কয়েকজন বন্ধু রসিকপুর সুইচ গেট এলাকায় বেড়াতে যান। উৎস সুইস গেটের কিনারায় দাঁড়িয়ে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত নদের পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে মুজিবনগর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি শুরু করে। কিন্তু রশিকপুর সুইচ গেটের কাছে পানি ও পানির স্রোত বেশি থাকার কারণে স্কুলছাত্র উৎসকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এলে আবারো উদ্ধার কাজ শুরু হবে। তবে এ খবর লেখা পর্যন্ত ডুবুরিদল এসে পৌঁছায়নি।