স্কাউটের সর্বোচ্চ পদকে ভূষিত যশোরের তুর্য
যশোরঃ
বাংলাদেশ স্কাউট’স এর সর্বোচ্চ পদক প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন যশোর জেলার কৃতি সন্তান, যশোর জেলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ ছামিউল আজম (তুর্য)।
আগামী ২০শে জানুয়ারি জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র,মৌচাক,গাজীপুরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট এ্যাডঃ আবদুল হামিদ এই পদক প্রদান করবেন। মোহাম্মদ ছামিউল আজম জাতীয় যুব জোটের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ আখতার জাহীদ ও ডাঃ সাবরীনা মাহাবুবের একমাত্র পুত্র। সে পড়াশোনার পাশাপাশি স্কাউটিংসহ বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত। ইতিপূর্বে সে সমাজসেবাই অবদান রাখায় বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ পদক সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড লাভ করে। ২০১৯ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে যশোর জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয় সে।
২০১৮ সালে মৌসুমী প্রতিযোগিতায় জ্ঞান জিগ্গাসায় বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে। সে ইউনিসেফ, গ্রীন ওয়ার্ল্ড সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এর সাথে জড়িত।
উল্লেখ্য প্রতি বছর পাঁচ স্তরের বাছাইয়ের মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যোগ্য স্কাউটদের এই পদক প্রদান করা হয়।