বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একদল পরিবহন শ্রমিক সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় কয়েকজন কিশোরের ওপর চড়াও হয়ে মারধর করে। পরে চারজনকে তারা পুলিশে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুস সাত্তার বলেন, “পরিবহন শ্রমিকরা চার কিশোরকে থানায় দিয়েছে। তাদের মধ্যে একজন রায়েরবাগ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দুইজন হকার। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।”
কেন তাদের মারধর ও আটক করা হয়েছে তা জানাতে পারেননি ওসি। তিনি বলেছেন, চারজনকেই তারা ছেড়ে দেবেন।এ বিষয়ে নারায়ণগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, “মারধরের বিষয়টি আমি শুনিনি। তবে যারা এই কাজটি করেছে তারা ঠিক করেননি।”
স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনে গাড়ি ভাংচুরের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ-মৌচাক এলাকার পরিবহন শ্রমিকরা সকাল থেকে অবরোধ করে আছে। তারা স্কুলব্যাগ ও ইউনিফর্ম পরা ছেলেদের দেখলে হয়রানি করছে।
রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় ঢাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে আসছে।