‘স্টার বন্ড’ কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য আটক
ঢাকাঃ
রাজধানীর রায়েরবাজারে অভিযান চালিয়ে ‘স্টার বন্ড’ নামের একটি কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার রাতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
রোববার সকালে সারওয়ার আলম বলেন, ‘স্টার বন্ড’ নামে একটি গ্যাং তৈরি করে এসব কিশোররা ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, ইভটিজিং, মারামারি-হানাহানিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল।
তিনি বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে ওই গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে এক বছর করে দণ্ড দিয়ে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।