ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

ফাইল ছবি-

 

খুলনার হরিণটানায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে জান্নাতি আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আবু সালে টেপু (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন জয়খালি ঘোলা এলাকার বাসিন্দা আবু সালে টেপু।

জানা গেছে, গত ২ মে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে আবু সালে টেপু স্ত্রী জান্নাতি আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে রাত সাড়ে ১১টার দিকে খুলনার সোনাডাঙ্গা থানাধীন বাস স্ট্যান্ড সংলগ্ন খুলনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (৭ মে) ভোর ৫টায় জান্নাতি আক্তার মারা যান। মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও স্বামী আবু সালে টেপু তাকে মারধর করেছিলেন।

এই ঘটনায় হরিণটানা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

সবুজদেশ/এসইউ

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

Update Time : ০২:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

 

খুলনার হরিণটানায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে জান্নাতি আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আবু সালে টেপু (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন জয়খালি ঘোলা এলাকার বাসিন্দা আবু সালে টেপু।

জানা গেছে, গত ২ মে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে আবু সালে টেপু স্ত্রী জান্নাতি আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে রাত সাড়ে ১১টার দিকে খুলনার সোনাডাঙ্গা থানাধীন বাস স্ট্যান্ড সংলগ্ন খুলনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (৭ মে) ভোর ৫টায় জান্নাতি আক্তার মারা যান। মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও স্বামী আবু সালে টেপু তাকে মারধর করেছিলেন।

এই ঘটনায় হরিণটানা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

সবুজদেশ/এসইউ