নিজস্ব প্রতিবেদক:
‘রক্ত হোক জীবনের শ্রেষ্ট উপহার’ এই শ্লোগান নিয়ে সেস্বাসেবী সংগঠন স্বপ্ন পূরণের উদ্যোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বেলাট-দৌলতপুর গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে ১৫০ জনের অধিক সাধারণ মানুষের বিনামুল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়।
স্বপ্ন পূরণের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষর্থী আক্তারুজ্জামান সবুজ, মেডিকেল টেকনোলজিষ্ট সোনিয়া আক্তার মুন্নী, আরুজ আলী -ইবনে সিনা, উওর বেলাট যুব সংঘের অন্যতম সংগঠক তরুন সমাজ সেবক ফয়সাল কবির, এম এম কলেজের সাবেক শিক্ষার্থী, যুব সংঘের সাধারণ সম্পাদক বিএম তাসিন, স্বপ্ন পূরনের সহসভাপতি রাজু আহম্মেদ, উওর বেলাট যুবসংঘের আল আমিন, সাহেদ, নূরনবী, তারেক, আকাশ, সাকিব, আর রাফে, আল-আমিন, আবির, সাব্বির, ইরফান, আজিজুল, আপনসহ গ্রামের তরুন স্বেচ্ছাসেবী বৃন্দ।