ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ছবি সংগৃহীত-

 

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ২৩৩ গ্রাম ২৬৯ মিলিগ্রাম ওজনের ২ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। রোববার (৮ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে সদর উপজেলার হরিশপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারীর নাম মো. রুহুল আমিন (২৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে যে, সদর উপজেলার হরিশপুর এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার মো. নাসির উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার ভোর রাতে বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় রাত ৪টার দিকে হরিশপুর পাকা রাস্তা দিয়ে পায়ে হেঁটে নিজ বাড়ীর দিকে যাওয়ার পথে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে মো. আল আমিনকে ১টি মোবাইলসহ আটক করে।

এসময় আটককৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায় তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে বলে বিজিবির কাছে স্বীকার করে সে। পরবর্তীতে ওষুধ প্রয়োগ করে তার পায়ু পথ হতে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২৩৩ গ্রাম ২৬০ মিলিগ্রাম। যার মূল্য ২৭ লাখ ৪৪ হাজার ৩০৪ টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

Update Time : ০৪:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

 

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ২৩৩ গ্রাম ২৬৯ মিলিগ্রাম ওজনের ২ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। রোববার (৮ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে সদর উপজেলার হরিশপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারীর নাম মো. রুহুল আমিন (২৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে যে, সদর উপজেলার হরিশপুর এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার মো. নাসির উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার ভোর রাতে বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় রাত ৪টার দিকে হরিশপুর পাকা রাস্তা দিয়ে পায়ে হেঁটে নিজ বাড়ীর দিকে যাওয়ার পথে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে মো. আল আমিনকে ১টি মোবাইলসহ আটক করে।

এসময় আটককৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায় তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে বলে বিজিবির কাছে স্বীকার করে সে। পরবর্তীতে ওষুধ প্রয়োগ করে তার পায়ু পথ হতে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২৩৩ গ্রাম ২৬০ মিলিগ্রাম। যার মূল্য ২৭ লাখ ৪৪ হাজার ৩০৪ টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ