ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীকে মারধরের পর বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে।

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীকে মারধর করে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালু প্রামানিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মন্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলী (২৪)। তাদের বাড়ি ওই উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানিয়েছে, গত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ পেয়েছেন। ইতোমধ্যে এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।

ওই নারী একটি হোটেলে রান্না করেন। পুলিশ জানিয়েছে, গতরাতে কাজ শেষে স্বামীর সঙ্গে রুবেল আলীর ভ্যানে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে সেখানে পুলিশ গিয়েছিল। ওই দম্পতির অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।’

আব্দুর রব তালুকদার বলেন, ‘ওই নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

সবুজদেশ/এসএএস

Tag :

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

স্বামীকে মারধরের পর বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

Update Time : ০৭:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীকে মারধর করে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালু প্রামানিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মন্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলী (২৪)। তাদের বাড়ি ওই উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানিয়েছে, গত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ পেয়েছেন। ইতোমধ্যে এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।

ওই নারী একটি হোটেলে রান্না করেন। পুলিশ জানিয়েছে, গতরাতে কাজ শেষে স্বামীর সঙ্গে রুবেল আলীর ভ্যানে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে সেখানে পুলিশ গিয়েছিল। ওই দম্পতির অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।’

আব্দুর রব তালুকদার বলেন, ‘ওই নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

সবুজদেশ/এসএএস