প্রতীকী ছবি-

সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দু বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এই রায় দেন।

মামলার একমাত্র আসামী হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের নিহত জাকির হোসেনের স্ত্রী মেহেরুননেসা। এর আগে জামিনে থাকা আসামী মেহেরুননেসা পালিয়ে যান।

আদালত সূত্রে জানা গেছে ২০১৪ সালের ৩ অক্টোবর মেহেরেুননেসা তার স্বামী জাকির হোসেনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। আশাশুনি থানা পুলিশ মেহেরুননেসাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে চার্জশীট দেয়। মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহন করা হয়।

সরকার পক্ষে এ মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. আবদুল লতিফ। আসামী পক্ষে ছিলেন অ্যাড. আবুবকর সিদ্দিক।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here