ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীর সঙ্গে দীর্ঘদিন আলাদা থাকছেন ন্যান্সি

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। রোববার সন্ধ্যায় তিনি এক ফেসবুক পোস্টে জানালেন তিনি আর স্বামী জায়েদের সাথে থাকছেন না। দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছে। এখনও বিচ্ছেদ না হলেও আলাদা হওয়ার ইঙ্গিতও দিয়েছেন এ গায়িকা।

ন্যান্সি তার ফেসবুক পোস্টে লিখেন, আমি এবং জায়েদ দীর্ঘ দিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লা কে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত একক ভাবে জায়েদের।যেহেতু স্বামী স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘ দিনের বন্ধু কাজেই বোঝা পড়া টা মন্দ নয়।

তবে নাটকীয় ভাবে বলবোনা – আমরা আজীবন বন্ধু থেকে যাবো। কিছু বৈরি সম্পর্ক তৈরী না হলে নিশ্চই আলাদা থাকতাম না! কে সঠিক, কে বেঠিক এ নিয়ে ফিসফিস করবার কিছুই নেই। আমাকে অথবা জায়েদ কে সরাসরি জিজ্ঞেস করলেই হয়! আর হ্যা, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। হলে নিশ্চই সবাইকে জানিয়ে দেয়া হবে। তারপর নতুন জীবনে কি করবো সেটা আপাতত আমি নিজেই ভাবছি না, দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না। আপনারাও ভালো থাকুন, আমাদেরও ভালো থাকতে দিন।

জীবন থেমে থাকেনা, নিশ্চিত নতুন করে পথ চলা শুরু করবো। তবে এটাও নিশ্চিত – আমার নতুন পথচলায় কাছের মানুষরাই আমন্ত্রিত হবেন। বহিরাগত দের প্রবেশ সম্পূর্ণ রূপে নিষেধ।

সবুজদেশ/এসএএস

About Author Information
আপডেট সময় : ০৮:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
২৫৮ Time View

স্বামীর সঙ্গে দীর্ঘদিন আলাদা থাকছেন ন্যান্সি

আপডেট সময় : ০৮:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

সবুজদেশ ডেস্কঃ

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। রোববার সন্ধ্যায় তিনি এক ফেসবুক পোস্টে জানালেন তিনি আর স্বামী জায়েদের সাথে থাকছেন না। দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছে। এখনও বিচ্ছেদ না হলেও আলাদা হওয়ার ইঙ্গিতও দিয়েছেন এ গায়িকা।

ন্যান্সি তার ফেসবুক পোস্টে লিখেন, আমি এবং জায়েদ দীর্ঘ দিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লা কে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত একক ভাবে জায়েদের।যেহেতু স্বামী স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘ দিনের বন্ধু কাজেই বোঝা পড়া টা মন্দ নয়।

তবে নাটকীয় ভাবে বলবোনা – আমরা আজীবন বন্ধু থেকে যাবো। কিছু বৈরি সম্পর্ক তৈরী না হলে নিশ্চই আলাদা থাকতাম না! কে সঠিক, কে বেঠিক এ নিয়ে ফিসফিস করবার কিছুই নেই। আমাকে অথবা জায়েদ কে সরাসরি জিজ্ঞেস করলেই হয়! আর হ্যা, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। হলে নিশ্চই সবাইকে জানিয়ে দেয়া হবে। তারপর নতুন জীবনে কি করবো সেটা আপাতত আমি নিজেই ভাবছি না, দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না। আপনারাও ভালো থাকুন, আমাদেরও ভালো থাকতে দিন।

জীবন থেমে থাকেনা, নিশ্চিত নতুন করে পথ চলা শুরু করবো। তবে এটাও নিশ্চিত – আমার নতুন পথচলায় কাছের মানুষরাই আমন্ত্রিত হবেন। বহিরাগত দের প্রবেশ সম্পূর্ণ রূপে নিষেধ।

সবুজদেশ/এসএএস