ইবি প্রতিনিধিঃ

স্বাস্থ্যবিধি মেনে মানউন্নয়ন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরীক্ষার্থী ১০ জনের বেশি হলে পরীক্ষা গ্রহণ করতে পারবেনা সংশ্লিষ্ট বিভাগগুলো। বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ লাভলু তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার কারণে অনেক বিভাগেরই রিটেক/মানউন্নয়ন পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। সেসব বিভাগের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এবং বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের জন্য অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

তিনি আরো জানান, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন কোর্সে পরীক্ষার্থী সংখ্যা ১০ জনের বেশী হলে পরীক্ষা গ্রহণ করতে পারবেনা সংশ্লিষ্ট বিভাগ। এসময় পরীক্ষার্থীদের ক্যাম্পাসে কোন ধরনের আবাসিক সুবিধা প্রদান করা হবে না বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here