স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি হতে পারে অক্টোবরে
খালিদ হোসেন:
বিএনপি তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে। গতানুগতিক পদ্ধতিতে না গিয়ে আহ্বায়ক কমিটি করে কাউন্সিলের মাধ্যমে ত্যাগী এবং সিন্ডিকেটমুক্ত নেতাদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচনের চিন্তা করছে দলের হাইকমান্ড। এর মধ্যে স্বেচ্ছাসেবক দলকে গোছানোর প্রক্রিয়া এগোচ্ছে বিএনপিতে।
২০১৬ সালের ২৭ অক্টোবর শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের সাত সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর গত বছরের ২৮ জুলাই শফিউল বারী করোনায় মারা গেলে সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। কিন্তু শফিউল বারীর মৃত্যুর পর খেই হারিয়ে ফেলে সংগঠনটির ‘সুপার ফাইভ’ নেতৃত্ব। ফলে এ ‘সুপার ফাইভ’ নেতাদের ওপর নাখোশ হয় বিএনপির হাইকমান্ড।
সেজন্যই স্বেচ্ছাসেবক দলের বিষয়ে সর্বোচ্চ পর্যায় থেকে পর্যালোচনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ২ সেপ্টেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বেচ্ছাসেবক দলের ‘সুপার ফাইভ’ নেতাদের বাদ দিয়ে টিম প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
ওই বৈঠকে আলোচনা হয়েছে যে, যুবদল যেখানে ৮০ শতাংশ সাংগঠনিক কার্যক্রম চূড়ান্ত করেছে, সেখানে স্বেচ্ছাসেবক দলের কাজ হয়েছে মাত্র ৪০ শতাংশ। সেজন্য স্বেচ্ছাসেবক দল পুনর্গঠন করবেন তারেক রহমান। নতুন কমিটিতে প্রাধান্য পাবেন ছাত্রদলের সাবেক নেতারা।
তবে কমিটি গঠনে এবার থাকবে না ‘সিন্ডিকেট’র প্রভাব। সম্প্রতি যে ঢাকা মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে, তা থেকেই এমন ইঙ্গিত মিলছে। বলা হচ্ছে, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে এগিয়ে থাকবেন তারাই, যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয়, যাদের ভাবমূর্তি স্বচ্ছ, যারা যোগ্য ও ত্যাগী নেতা এবং কর্মীদের সঙ্গে যাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।
এসব বিষয়ে খোঁজ-খবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই। কার্যক্রমে গতি আনতে ত্যাগী ও যোগ্যদের হাতেই নেতৃত্বের ভার তুলে দিতে চান তিনি। অক্টোবরের প্রথম দিকেই ঘোষণা করা হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি।
স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা গেছে, তারেক রহমানের তদারকিতে বিশেষ টিমের তত্ত্বাবধানে সারাদেশে ৯৪০টি ইউনিটের (উপজেলা-থানা-পৌর) মধ্যে ইতোমধ্যে ৪২০টির বেশি শাখায় আহ্বায়ক কমিটি করা হয়েছে। এছাড়া সংগঠনটির কেন্দ্রীয় দপ্তরে জমা রয়েছে ৫০টির মতো কমিটি। দেড়শ’র মতো ইউনিটে কর্মিসভা হলেও দায়িত্বপ্রাপ্ত নেতারা এখনো কমিটি জমা দেননি।
সংগঠন সূত্র বলছে, সারাদেশে ৮১টি সাংগঠনিক জেলার প্রায় সবকটিতেই পূর্ণাঙ্গ কমিটি রয়েছে স্বেচ্ছাসেবক দলের। যার ১২-১৩টিতে রয়েছে আহ্বায়ক কমিটি। একমাত্র কক্সবাজারে আংশিক কমিটি রয়েছে, তবে এর কার্যক্রম অনেকটাই নিষ্ক্রিয়। ২০১৮ সালের নির্বাচনের আগে এসব কমিটি গঠিত হওয়ায় বেশিরভাগই এখন মেয়াদোত্তীর্ণ।
জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের কেউ কেউ বর্তমান আংশিক কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার পক্ষে। তাদের যুক্তি, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করলেও অনেকে বিশেষ করে ছাত্রদলের সাবেক নেতারা এখনো পদ-পদবি পাননি। পূর্ণাঙ্গ কমিটি হলে পদায়নের মধ্য দিয়ে তাদের অনেকের কাজের মূল্যায়ন ও সাংগঠনিক পরিচয় নিশ্চিত হবে, যা তাদের ভবিষ্যৎ রাজনীতির পথ সুন্দর করবে।
কারও কারও মতে, কেন্দ্রীয় আংশিক কমিটি প্রায় দুই বছর ধরে মেয়াদোত্তীর্ণ। পূর্ণাঙ্গ কমিটি গঠন করলে আরও সময়ক্ষেপণ হবে। তার চেয়ে নতুন কমিটি হলে সেটা সংগঠনের জন্য ইতিবাচক। এতে সংগঠনে আসবে প্রাণচাঞ্চল্য, নেতাকর্মীদের মধ্যে তৈরি হবে চাঙ্গাভাব।
স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রত্যাশী নেতাকর্মীদের আশা, তাদের সাংগঠনিক পরিচয় নিশ্চিতে বর্তমান আংশিক কমিটি অল্প কিছুদিনের জন্য হলেও পূর্ণাঙ্গ করা হবে। এরপর তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হবে।
এদিকে স্বেচ্ছাসেবক দলের শীর্ষপদে আসার আলোচনায় রয়েছেন- সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি গোলাম সারোয়ার, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী।
স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি গোলাম সরোয়ার বলেন, কমিটি গঠন বা পুনর্গঠন একটি সংগঠনের উন্নতির জন্য চলমান এবং কার্যকর পদক্ষেপ। দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।
স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি দলীয় ফোরামে জমা দিয়েছি। ইতোমধ্যে দুই দফায় ১৮৬ সদস্যের আংশিক কমিটি ঘোষিত হয়েছে। সেটাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করছি। দীর্ঘদিন ধরে যারা রাজপথে আছেন, দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, কর্মসূচিতে আছেন- তাদের পদায়ন হওয়া, রাজনৈতিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
নতুন কমিটি প্রসঙ্গে তিনি বলেন, কমিটি গঠন-পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। এক্ষেত্রে দলের হাইকমান্ড চাইলে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। সংগঠনকে শক্তিশালী করার জন্য তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাকেই স্বাগত জানাই।