সড়কের গতিরোধক থেকে ছিটকে স্ত্রী নিহত, স্বামী আহত
সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সড়কে গতিরোধক থেকে ছিটকে পড়ে দূর্ঘটনায় সোনিয়া আক্তার নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কে মুনছুর সরদার গ্যারেজ সংলগ্নস্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধু সোনিয়া আক্তার (৩২) কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের আলমগীর গাজীর স্ত্রী।
দূর্ঘটনার প্রত্যক্ষদর্শী সালাউদ্দীন জানায়, মোটর সাইকেলযোগে স্বামী-স্ত্রী মুন্সিগঞ্জ যাওয়ার সময় গ্যারেজ সংলগ্ন সড়কের উপরে থাকা গতিরোধকে ধাক্কা লেগে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। ঘটনাস্থলে স্বামী আলমগীর গাজী ও স্ত্রী সোনিয়া আক্তার গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সোনিয়ার মৃত্যু হয়েছে। তার স্বামী আলমগীর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাটি কেউ জানায়নি। খোঁজ নিচ্ছি।