সড়ক দূর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষকসহ নিহত ২
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহানসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হোসেনাবাদ এলাকায় এদূর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার এস আই মো.আমান উল্লাহ জানান, আজ শুক্রবার বেলা ১২টার দিকে দৌলতপুর উপজেলার হোসেবাদে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে জে আর পরিবহনের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক সোলাইমান ইসলাম জয় (২১) নিহত হয়। এঘটনায় গুরুতর আহত হন জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান (১৮) স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে তার অবস্থা গুরুত্ব হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেয়া হলে পথেমধ্যেই সে মারা যায়।
নিহত সোহানুর রহমান সোহান দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের গোলামুর গ্রামের রহমানের ছেলে এবং সোলাইমান ইসলাম জয় একই গ্রামের মো. শহিদুল ইসলাম ছেলে।
দৌলতপুর থানার (ওসি) আরিফুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।