ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ ঝড়ে উড়ে গেল প্রতিবন্ধির একমাত্র উপার্জনের দোকানটি

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ৪২১ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জের পৌরসভার ২নং ওয়ার্ড আনন্দবাগ গ্রামের প্রতিবন্ধি গোলাম রসুলের দোকানের উপর কড়ইগাছ পড়ে দোকানটি সম্পুর্ণ তছনছ হয়ে গেছে। দোকানী গোলাম রসুল অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন দোকানে উপস্থিত থাকা ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চুন্নু সহ ৪ জন।

প্রতিবন্ধি গোলাম রসুল ঐ  গ্রামের আমজাদ আলীর ছেলে। গ্রামের বাড়ির পাশে একটি টোং দোকান বসিয়ে চা পানের ব্যাবসা করে কোন রকম তার সংসার চলছিল। নিয়তির খেলা ২১ মে শনিবার হঠাৎ কালবৈশাখীর তান্ডবে দোকানের পাশে থাকা বৃহত কড়ই গাছটি উপড়িয়ে দোকানের উপর পড়ে। তছনছ হয়ে যায় দোকানটি। গ্রামবাসী দোকানের তলা থেকে উদ্ধার করে তাদের কে।

উল্লেখ্য, গত ২০১৭ সালে পায়ে গ্যাংগ্রিস দেখা দিলে অধ্যাপক ডাঃ আব্দুস সালামের তত্বাবধানে থেকে প্রাইম অর্থোপেডিক জেনারেল হাসপাতাল ঢাকাতে তার বাম পা হাটুর উপর থেকে কেটে ফেলতে হয়। এরপর থেকে অভাবের সংসার চলে চা, পান বিক্রি করে। দোকানের উপর গাছ পড়ে সবকিছু শেষ হয়ে যাওয়ায় এখন সে হতাশ। কিভাবে চলবে অভাবের সংসার। সরকারী সহযোগিতা ও বিত্তবানরা এগিয়ে আসবে এমনটাই সর্বহারা প্রতিবন্ধি গোলাম রসুলের প্রত্যাশা।

Tag :
জনপ্রিয়

হঠাৎ ঝড়ে উড়ে গেল প্রতিবন্ধির একমাত্র উপার্জনের দোকানটি

Update Time : ০৭:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জের পৌরসভার ২নং ওয়ার্ড আনন্দবাগ গ্রামের প্রতিবন্ধি গোলাম রসুলের দোকানের উপর কড়ইগাছ পড়ে দোকানটি সম্পুর্ণ তছনছ হয়ে গেছে। দোকানী গোলাম রসুল অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন দোকানে উপস্থিত থাকা ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চুন্নু সহ ৪ জন।

প্রতিবন্ধি গোলাম রসুল ঐ  গ্রামের আমজাদ আলীর ছেলে। গ্রামের বাড়ির পাশে একটি টোং দোকান বসিয়ে চা পানের ব্যাবসা করে কোন রকম তার সংসার চলছিল। নিয়তির খেলা ২১ মে শনিবার হঠাৎ কালবৈশাখীর তান্ডবে দোকানের পাশে থাকা বৃহত কড়ই গাছটি উপড়িয়ে দোকানের উপর পড়ে। তছনছ হয়ে যায় দোকানটি। গ্রামবাসী দোকানের তলা থেকে উদ্ধার করে তাদের কে।

উল্লেখ্য, গত ২০১৭ সালে পায়ে গ্যাংগ্রিস দেখা দিলে অধ্যাপক ডাঃ আব্দুস সালামের তত্বাবধানে থেকে প্রাইম অর্থোপেডিক জেনারেল হাসপাতাল ঢাকাতে তার বাম পা হাটুর উপর থেকে কেটে ফেলতে হয়। এরপর থেকে অভাবের সংসার চলে চা, পান বিক্রি করে। দোকানের উপর গাছ পড়ে সবকিছু শেষ হয়ে যাওয়ায় এখন সে হতাশ। কিভাবে চলবে অভাবের সংসার। সরকারী সহযোগিতা ও বিত্তবানরা এগিয়ে আসবে এমনটাই সর্বহারা প্রতিবন্ধি গোলাম রসুলের প্রত্যাশা।